স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল ও ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা এলাকার তালুচ পশ্চিমপাড়ার আঃ রাজ্জাকের ছেলে আমিনুর (২৬), চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বাগিচাপাড়া এলাকার তাজ্জুল হকের ছেলে শমির আলী (৩০) ও বগুড়া জেলার গাবতলী থানাধীন সুখানপুকুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মিলন (৩১)।
বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মঙ্গলবার পৃথক অভিযযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে।