স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বগুড়া সদরের নূনগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রচারণা মিছিল থেকে যুবলীগ নেতা গোলাম রব্বানীকে মিথ্যা মামলায় গ্রেফতার ও ছাত্রলীগ নেতা মাহফুজার রহমানকে সন্ত্রাসী গোষ্ঠি কর্তৃক হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি কে এম মোজাম্মেল হোসাইন বুলবুলের সভাপতিত্বে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান, বগুড়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাকিব হাসান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মিথিলেস প্রসাদ, জেলা ছাত্রলীগ নেতা রাকিব হাসান, জাহানুর রহমান জনি, ইরফান কায়েস,
বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল সরকার স্বপন, শাহ সুলতান কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, গাবতলি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, বগুড়া শহর ছাত্রলীগ নেতা সিদ্ধার্থ কুমার দাস, কলেজ ছাত্রলীগ নেতা মিল্লাত হোসেন, মাহামুদুল বারী রিয়াল, সাদিকুল ইসলাম শুভ, আল ইমরান হোসেন, সাব্বির হোসেন, সুজন আকন্দ, রুহুল, আকাশ, তানজিম, জহুরুল, রাজু, রাজ, রনি, ইমরান, সালমান, বিজয়, আরিফ সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা, যুবলীগ নেতা গোলাম রব্বানীকে নিঃশত মুক্তি ও জেলা ছাত্রলীগ নেতা মাহফুজার রহমানের উপর হামলা কারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। অন্যথায় ছাত্রলীগের নেতাকর্মীরা কঠোর আন্দোলন করারও হুশিয়ারি দেয়।