স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাদ যোহর চক ফরিদ মাদ্রাসা ও এতিমখানায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা এবং দেশের সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বগুড়া শহর যুবদলের আহবায়ক আহসান হাবীব মমির সভাপতিত্বে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
বগুড়া শহর যুবদলের সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি ও যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজনের সঞ্চালনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন এমপি, পৌর মেয়র ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির আহ্বায়ক মাহবুর রহমান বকুল,
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এম খায়রুল বাশার ,মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ সাজন, রেজাউল করিম লাবু, শহর যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিবলু, আবু সাইদ মন্ডল, মেহেদি হাসান বাপ্পি, সাদ্দাম হোসেন, লিটন মন্ডল, মেফতা আল রশিদ মিল্টন, রোকন হোসেন, বাইতুল্লাহ শেখ, রোকন ও আমানুর রহমান রিপনসহ ২১টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।