স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া ধুনট উপজেলায় মাদক ও চুরির পৃথক মামলার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার গোসাইবাড়ী সাতমাথা এলাকার শফিকুল ইসলামের ছেলে লিমন হোসেন (৩০), নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামের মুকুল হোসেনের ছেলে হেলাল মিয়া (৩২) ও ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী গ্রামের শাহজাহান আলীর ছেলে সুজন মিয়া বাবু (৩০)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক জানান, গত ২৬ অক্টোবর ধুনট থানায় দায়েরকৃত মাদক মামলার পলাতক আসামী ছিল লিমন হোসেন ও হেলাল মিয়া।
এছাড়া গ্রেফতারকৃত সুজন মিয়া বাবুর বিরুদ্ধে গত ১৫ অক্টোবর ধুনট থানায় অটো ভ্যান চুরির মামলা দায়ের হয়। এরপর থেকেই সে পলাতক ছিল।