স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মামুন মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন পুনতাইড় গ্রামের আব্দুল মান্নান মুন্সির ছেলে।
বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মামুন মিয়া দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল।
শুক্রবার (২৯ অক্টোবর) রাতে বগুড়া জেলার সোনাতলা থানাধীন বোচার পুকুর বাজার এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়েরের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।