শাহজাহান আলী, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাজিপুরের মেঘাই বাজারে রাস্তা উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এমপি জয় বলেন, আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই যখন আওয়ামীলীগ ক্ষমতায় যায়, তখন দেশে একের পর এক উন্নয়ন ঘটে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে কোটি টাকা ব্যায়ে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মেঘাই আরএইচডি মেঘাই ঘাট আরসিসি সড়ক নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টার, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু মাস্টার, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার প্রমূখ।