এমএ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরির্দশন ও বৃক্ষরোপন করেছেন নবাগত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে নবাগত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সম্মাননা স্মারক প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হযরত আলী, স্কুল পরিদর্শক হাবিবা, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, সহকারি প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, জাহিদুর রহমান, আব্দুর রউফ, আব্দুল হালিম সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।