শেখ সোহেল রানা, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য প্রার্থী আব্দুল কাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (৩১ অক্টোবর) ধুনট উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল কাদের মেম্বারের নির্বাচনি প্রস্তাবক আলহাজ্ব মতিয়ার রহমান বিএসসি ও নিশ্চিন্তপুর জামে মসজিদের প্রেস ইমাম সমর্থক আমজাত হোসেন।
এরপর তার কর্মী সমর্থকগন আনন্দ মিছিলের মধ্য দিয়ে আব্দুল কাদের মেম্বারের নির্বাচনি প্রচারনায় অংশ নেন।
এ প্রসঙ্গে ইউপি সদস্য প্রার্থী আব্দুল কাদের মেম্বার বলেন, আগামী ২৮ নভেম্বর মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগাঁতি, নিশ্চিন্তপুর, প্রতাপখাদুলীর সকল ভোটারদের নিকট দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।