স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন শিপন।
সোমবার (১ নভেম্বর) তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে ধুনট উপজেলা রিসোর্স সেন্টারে রিটানিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন ওই ইউনিয়নের কান্তনগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুস সালাম দুলু জোয়াদ্দারের ছেলে।
২০২১ সালের ২০ অক্টোবর অনুষ্ঠিত কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপ-নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যাবধানে দ্বিতীয় অবস্থানে ছিলেন সাজ্জাদ হোসেন শিপন।
চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন বলেন, গত উপ-নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম। তাই সুষ্ঠ নির্বাচন হলে এবার বিজয়ী হতে আশাবাদি। গতবারেরও মতো এবারও তিনি মোটরসাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান তিনি।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন, সমাজসেবক রেজাউল করিম জোয়াদ্দার, আলহাজ¦ শহিদুর রহমান জোয়াদ্দার, সাজেদুল ইসলাম, বাবলু, এরশাদ, শহিদুল, জামাল প্রমূখ।