স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ১ কেজি গাঁজা সহ শামীম সরকার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ নভেম্বর) গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে সোমবার (১ নভেম্বর) রাতে ধুনট থানার এসআই অমিত কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধুনট সদরের কুঠিবাড়ি এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত শামীম সরকার চিকাশী ইউনিয়নের চিকাশী পূর্বপাড়া এলাকার মৃত নজরুল সরকারের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।