স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দিবসটি পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আলম, দপ্তর সম্পাদক আফসার আলী, মথুরাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার, আ’লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, জিএম ফিরোজ, সিরাজুল হক লিটন, যুবলীগ নেতা আতিকুর রহমান, আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বগুড়ার ধুনটে জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।