স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বর্তমান সরকার দ্রব্যমূল্যেও উর্দ্ধগতি নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি আরো বলেন, চলমান করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের আয় এমনিতেই অনেক কমে গেছে। এর উপর সরকারের ব্যর্থতায় দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনভাবে, অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। আমরা বলতে চাই বর্তমান অনির্বাচিত, ভোটারবিহীন, মধ্যরাতে ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত অগণতান্ত্রিক সরকার।
গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্ট সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে আগুন লেগেছে। দ্রব্যমূল্যের আকাশছোঁয়া ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস হয়ে উঠেছে। জনজীবন বিপন্ন হয়ে পড়লেও সরকার সম্পূর্ণ নির্বিকার।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় সচেতনা মূলক লিফলেট বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, সাইদুজ্জামান শাকিল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, যুগ্ন-আহ্বায়ক হারুনর রশিদ সুজন, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনুসহ বিএনপির নেতৃবৃন্দ।