নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
হরকাতুল জিহাদের (হুজি) প্রতিষ্ঠাতা সদস্য মৃতুদন্ডপ্রাপ্ত কারাবন্দি মাওলানা শেখ আব্দুস সালামের দাফন হবে বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে।
শুক্রবার (৫ নভেম্বর) রাতে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে শুক্রবার দুপর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানাযায়, বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ি গ্রামের মৃত মাজাহার আলীর ছেলে হুজি নেতা আব্দুস সালামকে হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় তার মৃত্যুদন্ড প্রদান করা হয়।
এছাড়া তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টাসহ মোট ৮ মামলার আসামি ছিলেন।
হুজি নেতা আব্দুস সালামকে ৩/৪ মাস আগে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে তিনি বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, হুজি নেতা আব্দুস সালামের লাশ আনতে শুক্রবার তার পরিবারের সদস্যরা সিলেট গেছেন। লাশের ময়নাতদন্ত শেষে মরদেহ ধুনটে পৌঁছালে দাফন সম্পন্ন করা হবে।