কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
কাজিপুর উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর আহসান চৌধুরী সহ সমবায়ীবৃন্দ।
জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়।