ধুনটে বিএনপির সমর্থিত দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের সংঘর্ষে ৮ জন আহত
বগুড়ার ধুনটে এলাঙ্গী বাজারে নির্বাচনী প্রচারনার সময় বিএনপির সমর্থিত দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থদের সংঘর্ষে আহত ফজর আলী (৬০)। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত ২ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, মারপিট ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে। এঘটনায় শনিবার উভয়পক্ষই থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার সন্ধ্যায় এলাঙ্গী বাজারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রাথী জিএম সম্রাট ও আতাউর রহমান পলাশের সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণার সময় কথা কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়।

এসময় একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিএম সম্রাট, তার সমর্থক ফজর আলী, বেলাল হোসেন, বকুল ও আল মাহমুদ আহত হয়।

অপরদিকে বিএনপির সমর্থিত আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান পলাশ ও তার সমর্থক আসাদুজ্জামান ও মনির হোসেন আহত হয়।

আহতদের মধ্যে ফজর আলী, আসাদুজ্জামান ও মনির হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী জিএম সম্রাট বলেন, আমার নির্বাচনী প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বি প্রার্থী আতাউর রহমান পলাশ ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে ফজর আলী নামে আমার এক সমর্থককে কুপিয়ে আহত করেছে।

অপরদিকে আরেক চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান পলাশ বলেন, জিএম সম্রাট তার সমর্থকদের নিয়ে এসে আমার দোকানে হামলা চালিয়ে আমাকে সহ আমার দুই সমর্থককে আহত করেছে।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এবিষয়ে দুই চেয়ারম্যান প্রার্থীই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।