কাজিপুর প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শিবলী বাবু (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানাসূত্রে জানা গেছে, কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে গত শনিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার সোনামুখি ইউনিয়নের সোনামুখি বাজারস্থ স্টেডিয়াম ভবনের সামনে থেকে সোনামুখি গ্রামের রেজাউল সরকারের ছেলে শিবলী বাবুকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এছাড়া নারী শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামী মাসুদ রানাকেও (৪২) গ্রেফতার করে পুলিশ। সে কাজিপুর উপজেলার মাথাইল চাপড় গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
এব্যাপারে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী সহ নারী নির্যাতন মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গ্রেফতারকৃত আসামীদের সিরাজগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।