শেখ সুজয়, কাজিপুর থেকে :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কার্যালয়ে চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভজিদ রায়, ফয়সাল আহমেদ, পিআই ও এ কে এম শাহা আলম মোল্লা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার দিলীপ কুমার, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, হাবিবুর রহমান, শাহীন আলম প্রমুখ।
উল্লেখ্য, এ কর্মসুচির আওতায় উপজেলার ৬ হাজার ৭৫০ জন কৃষককে সরিষা, গম, ভুট্টা, খেসারি, সুর্য্যমুখি, মসুর, চিনাবাদাম, মুগের বীজ, ড্যাপ সার ও এমপি সার বিতরণ করা হয়।