নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়া ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (৬ নভেম্বর) রাতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী ঢাকা-রংপুর মহাসড়ক থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা ব্যারিস্টারপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে ইমামুল হোসেন (২৩) ও সিমলা বিশ্বাসপাড়া এলাকার শ্রী মদন তালুকদারের ছেলে শ্রী সজল তালুকদার (২৩)।
বগুড়া ডিবি’র ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।