নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুরস্কৃত হয়েছেন ধুনট থানার ওসি সহ ৫ পুলিশ কর্মকর্তা।
রবিবার (৭ নভেম্বর) বগুড়া জেলা পলিশের সভায় তাদেরকে পুরস্কৃত করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (সেবা)।
জানাগেছে, বগুড়া জেলায় সর্বোচ্চ মাদক উদ্ধারে ধুনট থানা ২য় এবং সর্ব্বোচ্চ নাগরিক তথ্য এন্ট্রি করায় জেলায় ১ম স্থান অধিকারের পুরস্কার গ্রহণ করেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
এছাড়া ধুনট উপজেলার আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের জন্য ধুনট থানার এসআই মতিউর রহমান, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের জন্য ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক, এএসআই আব্দুল আজিজ ও এএসআই আবু তাহের পুরস্কৃত হয়েছেন।