নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলার সিআইডির কনস্টেবল মুস্তাফিজুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়া সিআইডির কার্যালয়ে বিশেষ পুলিশ সুপার কাউছার সিকদারের সভাপতিত্বে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে সিআইডি বগুড়া জেলার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে বিশেষ পুলিশ সুপার সহ অন্যান্যরা বিদায়ী সহকর্মীর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, পুলিশ কনস্টেবল মুস্তাফিজুর রহমান সিআইডি সিরাজগঞ্জ জেলায় বদলী হয়েছেন।
বিদায়ী বগুড়ার সিআইডি’র কনেস্টবল মুস্তাফিজুর রহমান বগুড়া জেলায় দির্ঘ ১৬ মাস পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে সরকারি দায়িত্ব পালন করেছেন।
বিদায় অনুষ্ঠানে বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার, সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবাল সহ অন্যান্য সহকর্মীরা উপস্থিত ছিলেন।