নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়া ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- মাগুড়া জেলার শ্রীপুর থানাধীন বরইচাড়া গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে সুমাইয়া আক্তার লায়লা (২৭) ও বি-বাড়ীয়া জেলা সদরের বাসুদেব গ্রামের জনাব আলীর ছেলে আশরাফ আলী (২৮)।
বগুড়া ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা এলাকার রেলওয়ে মার্কেট ষ্টেশন রোডের মানিক এক্সপ্রেস কাউন্টারে সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
এঘটনায় গ্রেফতারকৃত আসামীদের আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামীর মধ্যে সুমাইয়া আক্তার লায়লার বিরুদ্ধে বগুড়ার আদমদীঘি থানায় আরো একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।