সাজু মিয়া, নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, শিবগঞ্জ (বগুড়া):
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে উপজেলার রায়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মহসিন আলী ফুটবল প্রতীক, নাছির উদ্দিন বৈদ্যুতিক ফ্যান প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি করেন।
নির্বাচনে মহসীন আলী ফুটবল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন।
এতে পরাজিত প্রার্থী নাছির উদ্দিন ভোটের ফলাফল মেনে নিতে পেরে তিনি সহ তার সমর্থিত লোকজন রাতেই নব-নির্বাচিত ইউপি সদস্যের বাড়িতে ও নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
এ ব্যাপারে নব-নির্বাচিত ইউপি সদস্য বলেন, আমাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থী পরাজয় মেনে নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে আমার বাড়িতে ও নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটায়।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।