কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
১৪ নভেম্বর কাজিপুরের বোরোইতলায় ৭১’র যুদ্ধে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সিমান্ত বাজারের মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের চত্ত্বরে কাজিপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সোলায়মান আহম্মেদের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমান, জেলার সাবেক ডিপুটি কমান্ডার জগলু চৌধুরী, সাবেক ডিপুটি কমান্ডার গাজী আব্দুস ছালাম, সাবেক কমান্ডার গাজী ইউনুস উদ্দিন, আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শিপন সরকার প্রমূখ।
এরআগে অতিথিবৃন্দ বোররোইতলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পূষ্পমাল্য অর্পণ করেন।
উল্লেখ্য, ঐ দিন বোরাইতলার যুদ্ধে ৩জন মুক্তিযোদ্ধা সহ ১০৪ জন গ্রামবাসি পাকসেনাদের হাতে নির্মমভাবে নিহত হন।