ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনার সময় আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার রাত ১০টার দিকে কাশিয়াহাটা তিনমাথা মোড় এলাকায় এঘটনা ঘটে।
এতে আওয়ামীলীগের নৌকার মার্কার প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক ও বিএনপির স্বতন্ত্র আনারস মার্কার প্রার্থী শফিকুল ইসলামের সমর্থক শিক্ষক গোলাম মোস্তফা আহত হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে শিক্ষকের ওপর হামলা চালিয়ে মারধরের প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল ১১টার দিকে মথুরাপুর মুলতানী পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় শতাধিক শিক্ষার্থী নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
অপরদিকে পাল্টা হামলার অভিযোগ এনে সোমবার দুপুরে নৌকা মার্কার প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক বাদী হয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, তার ভাই মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি গোলাম মর্তুজা সহ ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ এবং হুমকি ধামকির জন্য পৃথক আরেকটি জিডি দায়ের করেছেন।
স্থানীয়সূত্রে জানাগেছে, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ওই ইউনিয়নে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রবিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে আওয়ামীলীগের নৌকার মার্কার প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক ও বিএনপির স্বতন্ত্র আনারস মার্কার প্রার্থী শফিকুল ইসলাম তাদের সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় বের হন।
পথিমধ্যে দুই চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকরা মথুরাপুর কাশিয়াহাটা তিনমাথা রাস্তার মোড়ে পৌঁছালে আনারস মার্কার প্রার্থী শফিকুল ইসলামের সমর্থকদের মোটারসাইকেলের ধাক্কায় নৌকা মার্কার প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক তার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
এসংবাদ পেয়ে নৌকা মার্কার সমর্থকরা ধাওয়া করে কাশিয়াহাটা বাজারে গিয়ে শিক্ষক গোলাম মোস্তফাকে মারধরে আহত করে।
এদিকে শিক্ষককে মারধরের প্রতিবাদে মথুরাপুর মুলতানী পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় শতাধিক ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
দশম শ্রেণীর মেহেদী হাসান ও নবম শ্রেণীর ছাত্রী সাদিয়ে আকতার জানায়, তাদের শিক্ষককে মারধরের বিচারের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে।
এব্যাপারে শিক্ষক গোলাম মোস্তফার ছোট ভাই মথুরাপুর মুলতানী পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মর্তুজার বলেন, নৌকা মার্কার প্রার্থী নিজে থেকেই মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আমার শিক্ষক ভাইয়ের ওপর হামলা চালিয়ে মারধর করেছে। তাই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
তবে এব্যাপারে নৌকা মার্কার প্রার্থী মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান আহমেদ জেমস মল্লিক বলেন, আমার নির্বাচনী প্রচারনার সময় বিএনপির স্বতন্ত্র আনারস মার্কার প্রার্থীর সমর্থকরা অতর্কিতভাবে আমার ওপর মোটারসাইকেলের ওপর হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হই।
তখন এসংবাদ পেয়ে আমার সমর্থকরা তাদের ধাওয়া করলেও তাদের না পেয়ে ফিরে আসে। তবে তারা আমাকে নির্বাচন করতে দিবে না বলে হুমকি ধামকি দিয়ে আসছে। এব্যাপারে ধুনট থানায় লিখিত অভিযোগ ও পৃথক জিডি দায়ের করেছি। তবে ওই শিক্ষককে মারধর করা হয়নি বলেও দাবি করেন তিনি।
তবে এবিষয়ে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে উল্টো নৌকা মার্কার প্রার্থীর লোকজনই আমার লোকজনদের মারধর সহ হুমকি ধামকি দিয়ে নিয়েছে। তাদের হুমকির কারনে ভোট চাইতেও বের হতে পারছি না।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, নৌকার মার্কার প্রার্থী একটি জিডি দায়ের করেছেন এবং পৃথক আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।