নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট পৌর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্জিনা বেগম (৫০) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম ওই গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী।
স্থানীয় লোকজন জানায়, সোমবার সকাল ৬টার দিকে মর্জিনা বেগম তার বাড়ির সামনের উঠানে আম গাছের পাতা ঝাড়ু দেওয়ার কাজ করছিল।
এসময় বৈদ্যুতিক তারের লিকেজ স্থানে অসাবসাধনতা বসত স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায় মর্জিনা। তখন তার ছেলে মোয়াজ্জেম হোসেন বিদ্যুৎ সংযোগের মেইন সুইচ বন্ধ করে চিকৎকার দেয়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মর্জিনা বেগমের মরদেহ দেখতে পায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।