২০ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

অনুসন্ধানবার্তা ডেস্ক :
চট্টগ্রামের ২০ তলা বিল্ডিং এর একটি রেস্টুরেন্ট থেকে নিচে ঝাঁপ দিয়ে আরিফ কবির (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউয়ের ২০ তলা থেকে লাফিয়ে ওই যুবক আত্মহত্যা করেন।

নিহত আরিফের বাড়ি ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডে। তিনি ওই এলাকার এনামুল কবিরের ছেলে।

চট্টগ্রামের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল করিম এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে আরিফ রেডিসনের মেজ্জুদা রেস্টুরেন্টে ডিনার করছিলেন। অর্ধেক খাবার খেয়েই তিনি রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস দিয়ে নিচে লাফিয়ে পড়েন।

পরে রেস্টুরেন্টের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে আরো তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।