নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় মরিয়ম খাতুন (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে ধুনট সদরের চান্দারপাড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম খাতুন চান্দারপাড়া পশ্চিমপাড়া গ্রামের বাবলু সরকারের মেয়ে।
স্থানীয় লোকজন জানায়, সোমবার দুপুরের দিকে মরিয়ম খাতুন চান্দারপাড়া এলাকার পাকা রাস্তা পারাপার হচ্ছিল। এমন সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধুনট থানার এসআই মঞ্জুরুল মোরশেদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।