বগুড়ার গাবতলীতে এক শিশু কন্যাকে গণধর্ষণের অভিযোগ
ছবি-প্রতীকি

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার গাবতলী উপজেলায় ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

এঘটনায় বুধবার ধর্ষিতা ওই শিশুর মা বাদী হয়ে ৪ কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে পাশ^বর্তী জয়ভোগা গ্রামে তার নানার বাড়ির পাশে খেলাধুলা করছিল।

এসময় জয়ভোগা গ্রামের ৪ কিশোর ওই শিশু কণ্যাকে পাশ^বর্তী জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে।
এরপর অসুস্থ হয়ে ওই মেয়েটি তার মায়ের কাছে ঘটনাটি খুলে বললে বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং এলাকার কতিপয় ব্যক্তিরা ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করেন।

এদিকে এ ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এব্যাপারে বগুড়ার গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল জানান, মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।