নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় ১০০ গ্রাম গাঁজা সহ খোকা সরকার (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত খোকা সরকার উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং পশ্চিমপাড়া এলাকার মৃত লাজেম সরকারের ছেলে।
ধুনট থানার এসআই মোরশেদুল ইসলাম জানান, বুধবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানাধীন সোনাহাটা-জোড়খালী বাজারগামী জয়শিং বটতলা মোড় এলাকা থেকে খোকা সরকারকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হবে।