শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে এক কৃষককে হত্যার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদকসহ ৮ জনকে আমৃত্যু কারাদন্ড ও ৮ জনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে গাইবান্ধার জ্যেষ্ঠ জেলা দায়রা ও জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষনা করেন।
দন্ডিতরা হলো- পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেরীরহাট ফাজিল অধ্যক্ষ জামায়াত নেতা মাওলানা নজরুল ইসলম লেবু, আবদুর রউফ, জালাল উদ্দিন, গোলাম মোস্তফা, শাহআলম, ফারুক মিয়া, মিজানুর রহমান ও আবু তালেব।
মামলার এজাহারে বলা হয়, ১৯৯৯ সালের আগস্ট মাসে পলাশবাড়ী উপজেলার আমবাড়ী গ্রামের একটি কলেজের কমিটিকে কেন্দ্র করে ওই কলেজের অধ্যাপক মো: আব্দুলের সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম লেবুর বিরোধ সৃষ্টি হয়।
পরে এই ঘটনাকে কেন্দ্র করে নজরুলের লোকজন অধ্যাপক আব্দুলের ওপর হামলা চালায়।
এ সময় পাশের আমবাড়ী গ্রামের মৃত মমিনের ছেলে কৃষক হাসান আলী ওই অধ্যাপককে বাঁচাতে এগিয়ে এলে তিনিও আহত হন।
তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় হাসানের বড় ভাই আবুল কাশেম ১০ জনের নামে ও অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১৫ জনকে আসামী করে হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পর নজরুল ইসলামসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।
বাদীর আইনজীবী শফিকুল ইসলাম শফিক এতথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ এ মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর আদালত ৮ জনকে আমৃত্যু কারাদন্ড ও ৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।