এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মোট ভোটার ছিল ৬৮ জন। ৬৮ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে কাহালু উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগনেতা বিশিষ্ট ঠিকাদার মেহেদী হাসান রাজিব ৪৯ ভোট পেয়ে কাহালু ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান নির্বাচিত।
তার প্রতিদ্বন্দি ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ এর প্রাপ্ত ভোট ১৮। ১টি ভোট নষ্ট হয়েছে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল। তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন কাহালু উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম।