নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) বাদ জুম্মা বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের শটিবাড়ী দারুল উলুম মাদ্রাসায় ও এতিমখানায় দোয়া মাহফিল শেষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফজলুল তালুকদার বেলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির আহ্বায়ক মাহবুর রহমান বকুল, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি,
বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি ও সিনিয়র যুগ্ন-আহ্বায়ক হারুনর রশিদ সুজন, বগুড়া সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস সহ জেলা ও শহর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।