নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা সহ শীতল সাহা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শীতল সাহা এলাঙ্গী হিন্দুপাড়া এলাকার মৃত অতুল সাহার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে ধুনট থানার এএসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে এলাঙ্গী বাজার এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজা সহ শীতল সাহাকে গ্রেফতার করেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক জানান, পুলিশী অভিযানে গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের পর শুক্রবার বগুড়ার আদালতে সোপর্দ করা হবে।