এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা কৃষি অফিসার ও রিটানিং অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকারের কাছ থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল। তিনি তৃতীয় বারোর মতো নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, কাহালু উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আলম চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকবৃন্দ।