কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কুড়িপাড়ায় নিজ গ্রামের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
শনিবার (২০ নভেম্বর) সন্ধায় প্রধান অতিথি হিসেবে রাস্তাটি পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি।
গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩) এর আওতায় কুড়িপাড়ার ফটকাই হাট থেকে কুড়িপাড়ার ঈদগাহ মাঠ পর্যন্ত ৬২২ মিটার লম্বা ও ১০ ফুট প্রশস্ত রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৪ লাখ টাকা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিরাজগঞ্জ অফিস কাজটি বাস্তবায়ন করছেন। ৬ মাস সময় বেধে দিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রহিমা এন্টার প্রাইজ উল্লাপাড়া কাজটি করছেন।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার প্রকৌশলী বাবলু মিয়া, উপসহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ, কার্যসহকারি গোলাম কিবরিয়া সহ দলীয় নেতৃবৃন্দ।