নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব বলেছেন, নৌকার বিজয় নিশ্চিত জেনেই হামলা করেছে প্রতিপক্ষরা। তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষ নৌকা প্রতীকের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছে।
তাই পরাজয় নিশ্চিত বুজতে পেরে হামলা করে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা ও দুষ্কৃতকারীরা।
তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এইসব দুষ্কৃতকারীদের প্রতিহত করে সুন্দর সমাজ উপহার দিতে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
রোববার সন্ধ্যায় বগুড়া সদরের শাখারিয়ায় শনিবার রাতে নৌকার মার্কার প্রচারণা কার্যালয়ে হামলা, ভাংচুর ও সাধারণ মানুষকে হুমকি দেয়ার প্রতিবাদে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহিদুর রহমান ফটু মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা মারুফ মোর্শেদ মঞ্জু,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী এনামুল হক রুমি, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বাসেদ মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু, সাবেক মেম্বার মাহবুবুর রহমান বাদশা, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম প্রমূখ।
শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ ইয়াকুব আলীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা নির্বাচনী প্রচারণা কার্যালয়ে হামলা, নৌকার কর্মী সমর্থকদের হুমকী সহ সুষ্ঠু নির্বাচনে অরাজকতা সৃষ্টিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।