অনুসন্ধানবার্তা ডেস্ক :
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর দেশের ১ হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে ইতিমধ্যেই ৫৬৯ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
এ নিয়ে দেশের তিন ধাপে ১ হাজার ৪৩ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার (২৬ নভেম্বর) তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ নভেম্বর। তিন ধাপে ২ হাজার ১৯৮টি ইউপির মধ্যে ১ হাজার ৪৩ জন জনপ্রতিনিধি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৫২ জন, সাধারণ আসনে ৫৭৯ জন এবং সংরক্ষিত আসনে ২১২ জন প্রার্থী রয়েছেন ।
তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৫৬৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩২ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।