নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯ জন, মহিলা সদস্য পদে ১১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে নির্বাচনের আগে ভোট গ্রহণ নিয়ে প্রার্থীরা একে অপরের ওপর বিভিন্ন অভিযোগ করলেও শেষ পর্যন্ত কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে ।
স্থানীয় ভোটাররা জানান, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটরদের উপস্থিতিও ছিল অনেকটা বেশি। সবাই লাইনে দাড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছেন।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোট গণনা চলছে। ফলাফল এখনও পৌঁছেনি।