ধুনটে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১০ নেতাকর্মীকে বহিস্কার

ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন নির্বাচনে নৌকা মার্কার বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১০ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন এতথ্য নিশ্চিত করেন।

বহিস্কৃতরা হলেন, চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলেফ বাদশা, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক লেলিন রেজা, সদস্য জাহিদ হাসান বিল্পব, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, চিকাশী ইউনিয়ন আ’লীগের যুগ্ন সম্পাদক মোখলেছুর রহমান, সদস্য মোহাম্মদ আলী, মোসলেম উদ্দিন ও শিপন।

এব্যাপারে ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার কারনে ১০ জন নেতাকর্মীকে দল থেকে অব্যাহিত প্রদান করা হয়েছে।