নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানকে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে বড়বিলা বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানাযায়, গত ২৮ নভেম্বর গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে নৌকা মার্কার প্রার্থী শামছুল বারী শেখ তার বাড়ির পার্শ্ববর্তী জোড়খালি মাদ্রাসা ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারতে থাকে।
তখন নবনির্বাচিত চেয়ারম্যান ঘোড়া মার্কার প্রার্থী মাসুদুল রহমান বাচ্চু প্রতিবাদ করলে নৌকা মার্কার প্রার্থী সহ তাদের লোকজন হামলা চালিয়ে মাসুদুল হক বাচ্চু সহ তার ১৫/২০জন সমর্থকদের মারধরে আহত করে।
বর্তমানে নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুর রহমান বাচ্চু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চুর উপর অতর্কিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন তার সমর্থকরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বড়বিলা গ্রামের সমাজসেবক শফিকুল ইসলাম শফি, সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া দাখিল মাদ্রাসার সুপার লুৎফর রহমান, ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের সমাজসেবক তোজাম, হাতেম উদ্দিন, আব্দুল হামিদ তালুকদার, নজরুল ইসলাম মন্ডল, শাহা প্রাং, রাশেদুজ্জামান সবুজ, আজাহার আলী, সালাম সেখ, শরাফ উদ্দিন প্রামাণিক, হুমায়ুন কবির, আবু সাদ্দাম সায়েম, রিয়াজুল ইসলাম সবুজ, আব্দুল কাফি কাজী, আব্দুল মজিদ, বাবু মিয়া, নবীর উদ্দিন, লিটন আহম্মেদ প্রমূখ।