নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বগুড়া জেলা শ্রমিকদলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আঃ ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি নেতা ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছাত্রনেতা এম.আর ইসলাম স্বাধীন, যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির অন্যতম সদস্য কে.এম. খাইরুল বাশার, বগুড়া শহর বিএনপির সাবেক সাঃ সম্পাদক, জেলা বিএনপির অন্যতম নেতা হামিদুল হক চৌধুরী হিরু, গাবতলী এলাকার সাবেক মাননীয় সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর ছেলে সাজ্জাদ হোসেন জয়।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা। জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- ইমরান হোসেন সুলতান, সাইদুল কবির, শমসের আলী, কামরুল হাসান মধু, শহিদুল ইসলাম, শাসছুজ্জামান সামছু, শামসুল আজম খোকন, নূরুল হুদা, শহিদুল ইসলাম, মাফরুজ্জামান ওমেক্স, আমিনুল ইসলাম, আব্দুল্লাহের আল মামুন, সাদেক আলী, মহিদুল ইসলাম, এম,এ ইসলাম আরিফ, জামাল উদ্দিন, দিদার হোসেন শাহিন, আল আমিন হোসেন, আঃ মোমিন, বেলাল মন্ডল, ফরিদ উদ্দিন, আঃ আলিম, আঃ সোবহান পুটু, আঃ হান্নান, মানিক, গুলজার, আজাদ, বেলাল, হযরত, হায়দার আলী, আল আমিন খন্দকার, আঃ মজিদ, আঃ মান্নান, জিল্লুর রহমান, খোরশেদ আলী, শামীম, আফজাল হোসেন, বকুল, ওহেদ আলী, আবুল কালাম, সোবাহান, মিলন হাসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।