নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের জোড়খালি দাখিল মাদ্রাসা কেন্দ্রে নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চুর ওপর হামলা প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন।
রবিবার বিকালে গোসাইবাড়ী মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে গোসাইবাড়ী সাতমাথা এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের গোসাইবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ধুনট উপজেলা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক হাসান আলী, মিডিয়া সম্পাদক শাহ আলম জীবন ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, গোসাইবাড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি শিক্ষক আব্দুল হান্নান, শাহজালাল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, আইন বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, তদন্ত বিষয়ক সম্পাদক আব্দুল খালেক দোলন, সহ-তদন্ত বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের জোড়খালি দাখিল মাদ্রাসা কেন্দ্রে নৌকার প্রার্থী শামছুল বারী ও তার সমর্থকদের হামলায় আহত হয় নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তাই অতিদ্রুত সকল আসামীদের গ্রেফতারের দাবি জানান।