শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নেতাকে পদবী সহ দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন স্বাক্ষরিত এক দলীয় পত্রে তাদের অব্যাহতি প্রদান করা হয়।
দলীয় পত্রে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্র অনুসারে তাদের অব্যাহতি প্রদান করা হয়েছে।
অব্যাহতি প্রাপ্তরা হলেন, বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি বাবুল আকতার।