শেরপুর (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শেরপুর উপজেলায় ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় শালফা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান খোকার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু।
খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম ফারুক, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সি সাইফুল বারি ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,
সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, কোষাধক্ষ নজরুল ইসলাম, সদস্য আবু তাহের মীর, মোজাম্মেল হক রানা, আলম ফকির, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, প্রচার সম্পাদক সোনার উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম। এছাড়াও ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
বর্ধিত সভা শেষে ১ নং ওয়ার্ডে ২৫ ডিসেম্বর, ২ নং ওয়ার্ডে ১৪ ডিসেম্বর, ৩ নং ওয়ার্ডে ৩১ ডিসেম্বর, ৪ নং ওয়ার্ডে ২০ ডিসেম্বর, ৫ নং ওয়ার্ডে ১৭ ডিসেম্বর, ৬ নং ওয়ার্ডে ২৯ ডিসেম্বর, ৭ নং ওয়ার্ডে ২২ ডিসেম্বর, ৮ নং ওয়ার্ডে ২৭ ডিসেম্বর ও ৯ নং ওয়ার্ডে ১৩ ডিসেম্বর সম্মেলন করে নতুন কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।