ধুনটে শ্রমিকদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার ও সুচিকিৎসার দাবিতে আগামী ২২ ডিসেম্বর বগুড়া জেলা বিএনপির কর্মসূচি সফল করার লক্ষে ধুনট উপজেলা ও পৌর শ্রমিকদলের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ধুনট বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: ঈসা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া শহর শ্রমিকদলের সভাপতি লিটন শেখ বাঘা।

ধুনট উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল খালেক মন্ডল, জেলা শ্রমিকদল নেতা ফজলুল হক, আব্দুল্লাহ হারুন, শফিকুল ইসলাম, ধুনট পৌর শ্রমিকদলের সভাপতি জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ন সম্পাদক রুহুল আমিন, শ্রমিকদল নেতা বকুল হোসেন, ফারুক, সুলতান, শহিদুল, লুৎফর, জনি, মিলন, রুবেল, আলমাস, মুকুল প্রমূখ।