নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজ আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে তিনদিন ব্যাপি ধুনটের দ্বিতীয় ইজতেমা শুরু হতে যাচ্ছে। ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধায়নে ও বগুড়া মার্কাস মসজিদের সহযোগিতায় ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফসলী মাঠে বিশাল ময়দানে ২য় তম এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার বিকেল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিগন ইজতেমায় আসতে শুরু করেছে। বৃহস্পতিবার ইজতেমার ময়দান কানায় কানায় পূর্ণ হতে পারে বলে ধারনা করছেন আয়োজন কমিটি। ইজতেমার ময়দানে মুসল্লিগণ তিন দিন অবস্থান করে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন এবং দেশী বিদেশী মসুল্লিগণের বয়ান শুনবেন।
আয়োজক কমিটির সদস্য ধুনট কওমী মাদ্রাসার শিক্ষক মুফতি খোরশেদ আলম জানান, ইজতেমা উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে কে কখন বয়ান করবেন তা বুধবার এশার নামাজের পর মাসোহার মাধ্যমে নির্ধারন করা হবে।
ধুনট থানা অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ইজতেমায় মুসল্লিগণের নিরাপত্তার দায়িত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
উল্লেখ্য, এরআগে গত ৯,১০,১১ ডিসেম্বর ধুনটের সরুগ্রামে ৪৭তম ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে কেন্দ্রীয়ভাবেই ইজতেমার আয়োজক কমিটি দুই ভাগে বিভক্ত হওয়ায় ধুনটের ইজতেমাও গত ২ বছর ধরে দুই ভাগে অনুষ্ঠিত হয়ে আসছে।