সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে। এজন্য আমরা বার বার তার মুক্তির কথা বলছি। খালেদা জিয়া জেল খাটার জন্য এমন কোনো অপরাধ করে নাই। অর্থাৎ শেখ হাসিনার কথায় আদালত একটি নাটকীয় রায় দিয়ে খালেদা জিয়াকে কারাদন্ড দিয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
এর আগে সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন।
শিবগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলমের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন এমপি, সাবেক এমপি এ্যাড, হাফিজুর রহমান, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর হেনা, এম আর ইসলাম স্বাধীন।
সম্মেলনের ২য় পর্বে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা সর্ব সম্মতিক্রমে প্রধান অতিথির উপস্থিতিতে শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম কে সভাপতি, এসএম তাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম শাহীন সাংগঠনিক সম্পাদক করে উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা করেন।
একই সময়ে পৌর বিএনপির বুলবুল ইসলাম কে সভাপতি, আব্দুল করিম কে সাধারণ সম্পাদক ও আবু তাহেরকে সাংগঠনিক সম্পাদক করে পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়।