অনুসন্ধানবার্তা ডেস্ক :
রবিবার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল শুরু করেছে। এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে রয়েছেন। নির্বাচনী এলাকায় সব ধরনের যান চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। বন্ধ হয়ে গেছে এলাকায় সব ধরনের প্রচার। নির্বাচনে আওয়ামী লীগ ও অন্যান্য দলের পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরাও।
চতুর্থ ধাপের নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে ৪ হাজার ৯১৮ জন, সাধারণ সদস্য পদে ৩১ হাজার ৭০৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ৮৫০ জন ভোট যুদ্ধে লড়ছেন।