নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধাবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় নৌ পথে মাদকদ্রব্য গাঁজা পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার বিকেলে ধুনট উপজেলার গোসাইবাড়ী বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ভান্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের আফজাল মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৪০), শহড়াবাড়ী গ্রামের আয়নাল হকের ছেলে নাইম (২০), কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইদুর রহমান শামীম (৪৫) ও ভুতবাড়ি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আয়নাল হক (৫০)।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবি পুলিশ অভিয়ান চালিয়ে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ তিদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।