এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুর বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারে নারহট্র ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুর রহিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের সত্ত্বাধিকারী ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ৩ বারের জাতীয় স্বর্ণ ও রুপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নারহট্র ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত সাধারণ সদস্য আলহাজ্ব মো: গোলাম রব্বানী, ৭,৮ও ৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত সংরক্ষিত সদস্য হোসনে আরা কাওছার বুলবুলি, বিশিষ্ট মৎস্যচাষী সাইফুল ইসলাম বিল্টু, বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের ম্যানেজার মো. তাজুল ইসলাম স্বপন প্রমূখ।